ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

ভান্ডারিয়ায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: শুক্রবার, নভেম্বর ১১, ২০২২

ভান্ডারিয়ায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে
পিরােজপুরের ভান্ডারিয়ায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ কারেছে সুরঞ্জিত দেউরি (১৮) নামে এক পরিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভান্ডারিয়া সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের পরিক্ষায় এ ঘটনা ঘটে।

সুরঞ্জিত দেউরি উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের মৃত রঞ্জিত দেউরির ছেলে। তার মায়ের নাম দিপু রানী। সুরঞ্জিত দেউরি ভান্ডারিয়ার আমানউল্লাহ মহাবিদ্যালয়ের ব্যবসায় বিভাগের মেধাবী শিক্ষার্থী।

সুরঞ্জিত দেউরি মেষ (চাচা) দিলিপ কুমার জানান, সুরঞ্জিত দেউরির মা দিপুরানী দীর্ঘদিন ধরে থাইরয়েড ও দুইদিন পূর্বে ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার রাত ১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। পরে বৃহস্পতিবার ভাের রাতে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে আত্মীয় স্বজনের অনুরােধে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করে সুরঞ্জিত দেউরি।

সুরঞ্জিত দেউরি জানান, ছয় মাস আগে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়। দুইদিন আগে মা অসুস্থ্য হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমার পরীক্ষা থাকার কারন আমি বরিশালে যেতে পারিনি বাড়িতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেই। রাত দুইটার দিকে জানতে পারি মা মারা গেছেন। মায়ের মৃতদেহ বাড়িতে নিয়ে এলে তাকে বাড়িতে রেখে আমি পরীক্ষার হলে যাই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাে. জহিরুল ইসলাম জানান, গত ৬ নভেম্বর শারমিন আক্তার নামে এক পরিক্ষার্থী মায়ের লাশ বাড়িতে রেখে পরিক্ষা দিতে এসেছিল। আজ সুরঞ্জিত দেউরি একই ভাবে মায়ের লাশ বাড়িতে রেখে পরিক্ষা দিতে আসলো ঘটনাগুলো আসলেই দুঃখ জনক। আমরা যথাসম্ভব মনােবল দেওয়ার চেষ্টা করছি। যাতে তারা পরীক্ষা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে।