ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

ইন্দুরকানীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধন

মো. আরিফুল ইসলাম ,ইন্দুরকানী প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ৯, ২০২২

ইন্দুরকানীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধন
পিরোজপুর ইন্দুরকানীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ডিজিটাল উদ্বোধনী মেলা ২০২২ উপলক্ষে র‍্যালি বের করেন এবং মেলার আয়োজন করেন।

বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এর আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ইন্দুরকানী  উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ ওসি এনামুল হক,  বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়  সাংবাদিকবৃন্দ।

এসময় মেলায় ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের অতিথিরা। 

মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে স্টল স্থাপন করা হয়েছে।