ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

সিত্রাং-এ ক্ষতিগ্রস্ত স্কুল নতুন ভবন নির্মানের দাবি শিক্ষার্থীদের

আজমীর হোসেন তালুকদার, স্টাফ রিপোর্টার | আপডেট: বুধবার, নভেম্বর ২, ২০২২

সিত্রাং-এ ক্ষতিগ্রস্ত স্কুল নতুন ভবন নির্মানের দাবি শিক্ষার্থীদের
র্ঘূণিঝড় সিত্রাং-এ ক্ষতিগ্রস্ত স্কুলের টিনের ভবন মেরামত ও নতুন ভবন নির্মানরে দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠির হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১ টায় বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠতি হয়। এতে বদ্যিালয়রে দুই শতাধকি শিক্ষার্থী অংশ নয়ে। মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার, মেহেনাচ আক্তার, সচীন দেবনাথ, দ্বীপজয় বেপারী, তমা খানম।
   
বক্তারা বলনে, র্ঘূণিঝড় সিত্রাং-এ হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের টিনের চালা উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হেয়েছ। বর্তমানে সেই শ্রেনী কক্ষে পাঠদান করা সম্ভব নয় । তাই বাধ্য হয়ে পাশ^র্বতী প্রাথমিক বিদ্যালয়ের
পরিত্যাক্ত কক্ষে ক্লাস করতে হচ্ছে।
    
এতে শিক্ষা র্কাযক্রম ভীষন ভাবে ব্যহত হচ্ছে। তাই দ্রুত র্ঘুণঝিড় সিত্রাং-এ বিধ্বস্ত টিনের ভবন মেরামত এবং একটি নতুন ভবনের প্রয়োজন বলে
দাবি করেন।