ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

মদনে শান্তিপূর্ণ ভাবে চলছে নায়েকপুর ইউপি উপ-নির্বাচন

দেওয়ান রানা, মদন, নেত্রকোণা প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ২, ২০২২

মদনে শান্তিপূর্ণ ভাবে চলছে নায়েকপুর ইউপি উপ-নির্বাচন
নেত্রকোণার মদন উপজেলা ৭ নং নায়েকপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন সকাল ৮ টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলেছে। এখন রেজাল্টের অপেক্ষা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ৩ টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে উপ-নির্বাচনের ভোট গ্রহন  চলছে।

এ উপ-নির্বাচনে ৬ জনপ্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ বিদ্রোহ স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খোকন মাস্টার (চশমা), সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান রোমান (ঘোড়া), মোঃ ফখরুল ইসলাম খান হেভেন (আনারস), মোছা. সেতু আক্তার মনি (টেলিফোন), সিমন আহমেদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আনন্দমুখর পরিবেশে ইউপি উপনির্বাচনে সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। 

নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, মহিলা ভোটারগন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।  

রিটার্নিং অফিসার হামিদ ইকবাল তিনি প্রতিনিধিকে বলেন, এ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে উপ-নির্বাচন ভোট গ্রহন চলছে।