ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

বর্তমান সরকার ডাক বিভাগকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছ- ওমর ফারুক

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ২, ২০২২

বর্তমান সরকার ডাক বিভাগকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছ- ওমর ফারুক
বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করতে দেশ কে ডিজিটাল করার লক্ষ্যে ডাক বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। আগের চেয়ে বর্তমান সরকারের সময়ে ডাক বিভাগ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শুধু তাই নয় বর্তমানে ডাক বিভাগের সকল কার্যক্রমের পাশাপাশি ডাক বিভাগের গাড়ী করে সারাদেশে মাছ,মাংস সহ সবজী আদান প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের বিভাগীয় ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল  মোহাম্মদ ওমর ফারুক।

মঙ্গলবার ১ নভেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর পোষ্ট অফিস উপ-বিভাগের পরিদর্শক শেখ হোসেন জুবায়ের এর বিদায় ও নবাগত পরিদর্শক গোলাম মোস্তফা কে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, ডাক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন সহ নানা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

মধুপুর উপজেলা পোস্ট মাষ্টার মনিরুজ্জামান মাসুদের সভাপতিত্বে সদর পোস্ট অফিস প্রাঙ্গণে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, টাঙ্গাইল প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাষ্টার জেনারেল  মো: কেরামত আলী, টাঙ্গাইল বিভাগীয় সুপার আব্দুর রশিদ, টাঙ্গাইল বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক প্রশাসন হাফিজুর রহমান, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: আজহারুল ইসলাম সহ অন্যান্যরা।

এসময় সাংবাদিক,জনপ্রতিনিধি ও মধুপুর পোস্ট অফিস উপ-বিভাগের সকল শাখা ডাকঘরের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।