ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

একদিনে আরও ৪০৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

একদিনে আরও ৪০৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
দেশে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২০৭ জন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ১১০ জনে অপরিবর্তিত থাকল।

শুক্রবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ১০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭৯০ জন। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০৪ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ১০৫ জনের প্রাণহানি ঘটে।