ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক দু:স্থ জনসাধারণের মাঝে অর্থিক সহায়তা প্রদান

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২

মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক দু:স্থ জনসাধারণের মাঝে অর্থিক সহায়তা প্রদান
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দু:স্থ জনসাধারণের মাঝে অর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা জোন সদরে মাটিরাঙ্গা জোন এর পক্ষ থেকে পাঁচ জন হতদরিদ্রদের মাঝে ১০ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে: কর্নেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি।

এ সময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন সহ অন্যান্য পদস্থ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে শিক্ষা ও চিকিৎসা সহ বিভিন্ন মানবেতর  চাহিদা পরিপূরনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। 

এ সময় মাটিরাঙ্গা সোনা জোন কর্তৃক প্রত্যেক কে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকা উন্নত চিকিৎসা ও উচ্চতর শিক্ষার নিমিত্তে প্রদান করা হয়।