ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ |

EN

মুরগীর খোপ থেকে উদ্ধার ১১ ফুট লম্বা অজগর

উপজেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২

মুরগীর খোপ থেকে উদ্ধার ১১ ফুট লম্বা অজগর
সুন্দরবনসংলগ্ন মোংলা উপজেলার একটি বাড়ির মুরগীর খোপ থেকে একটি অজগর উদ্ধার হয়েছে। অজগরটি লম্বায় প্রায় ১১ ফুট।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বনসংলগ্ন সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামের আকবর হাওলাদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশনের বন কর্মকর্তারা।খাবারের খোঁজে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও স্থানীয় লোকজনের।

অজগরটি খোপে থাকা একটি হাঁস ও একটি মুরগী খেয়ে ফেলেছে জানিয়ে বাড়ির মালিক আকবর হাওলাদার বলেন, 'সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বন কর্মকর্তাদের খবর দিই। তাঁরা এটি ধরে নিয়ে যান।'

সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১১ ফুট এবং ওজন প্রায় ৯ কেজি। অজগরটিকে সুন্দরবনে গহীনে অবমুক্ত করা হয়েছে।