ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মধ্যনগরে মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মধ্যনগরে মতবিনিময় সভা
আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। সুনামগঞ্জের মধ্যনগরে  এবছর ৩৩টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা।

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষে ২৫/৯/২২ইং রবিবার দুপুরে উপজেলা প্রশানের  উদ্যোগে  উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে উপজেলার সকল পূজা মন্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক, ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু ,  নূরনবী তালুকদার, চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খসরু,   পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরন তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।

মত বিনিময় সভায় পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।