ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

পুতিন ইউক্রেনে পারমাণবিক হামলা করলে কি পদক্ষেপ নেবে জানাল যুক্তরাষ্ট্র

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

পুতিন ইউক্রেনে পারমাণবিক হামলা করলে কি পদক্ষেপ নেবে জানাল যুক্তরাষ্ট্র
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে গেলে ‘পরিকল্পিতভাবে জবাব দেবে’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ।বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোববার জ্যাক সুলিভান রোববার বলেন, আমরা ক্রেমলিনের কাছে সরাসরি, ব্যক্তিগতভাবে, খুব উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি যে পারমাণবিক অস্ত্রের যেকোনো ব্যবহার করলে রাশিয়াকে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হবে, যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্ররা পরিকল্পিতভাবে প্রতিক্রিয়া জানাবে। এর ফলে কি ঘটবে তা আমরা স্পষ্ট এবং সুনির্দিষ্ট করেছি। 

তিনি আরও বলেন, আমরা প্রকাশ্যেই আমাদের এ সংক্রান্ত নীতির বিষয় স্পষ্ট করেছি। রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে  যুক্তরাষ্ট্র সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাবে। আমরা ইউক্রেনকে দেশ  এবং তার গণতন্ত্র রক্ষার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখব।