ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

র‌্যাব-১১ এর অভিযানে মহাসড়কে ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২

র‌্যাব-১১ এর অভিযানে মহাসড়কে ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্য গ্রেফতার
১৯ সেপ্টেম্বর ২০২২, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন আতুশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক এবং ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার ১। মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৮), পিতা- মৃত. ছায়েব আলী, সাং- জামালপুর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী, ২। মোঃ আনোয়ার হোসেন  বাবুল (৩৫), পিতা- মৃত আঃ করিম, সাং- মিরাজনগর   থানা- কদমতলী, জেলা- ডিএমপি, ঢাকা, ৩। মোঃ জব্বার লিটন (৪৮), পিতা- মৃত আঃ করিম,  সাং- মিরাজনগর থানা- কদমতলী, জেলা- ডিএমপি, ঢাকা,  ৪। মোঃ রবিউল ইসলাম (৪৭), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- সেনের বাজার, থানা- তেরখাদা, জেলা- খুলনা, ৫। রাশেদুল ইসলাম (৩৬), পিতা- মৃত শওকত আলী, সাং- মদিনাবাগ, থানা- কদমতলী, জেলা- ডিএমপি, ঢাকা, ৬। সজিব খান (৩০), পিতা- মৃত একুব আলী খান, সাং- খুচনি চুড়া, থানা- বামনা, জেলা- বরগুনা, ৭। মোঃ জাকির (২৮), পিতা- মোঃ আসাদ মিয়া, সাং- কদমচাল, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হতে  ৫৪ টি ককটেল, রামদা ০৪ টি, চাইনিজ কুড়াল ০১ টি, চাপাতি ০৩ টি, খেলনা পিস্তল ০১টি এবং ১টি হায়েস মাইক্রোবাস  উদ্ধার করা হয়।ফিডম বাংলা নিউজের সাথে আলাপকালে মনোহরদী থানার ওসি বলেন,এ ডাকাতদল দীর্ঘদিন যাবৎ মহাসড়কে ডাকাতি চালিয়ে যাচ্ছিল। ওসি মনোহরদী, নিশ্চিত করেন ভবিষ্যতে এধরনের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অভিযান চলমান রাখবেন।