ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১
দিল্লির একটি আদালতে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদমাধ্যম
এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর দিল্লির রোহিনীতে
আদালতকক্ষের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ গ্রুপের হামলায় ঘটনাস্থলেই নিহত
হয়েছেন দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী। এ ছাড়া দুই হামলাকারীও নিরাপত্তা
কর্মীদের গুলিতে নিহত হয়েছেন। জিতেন্দ্র গোগী বেশ কয়েকটি মামলার আসামি। তিনি তিহারে
কারাগারে ছিলেন। তাঁকে আদালতে হাজির করা হলে এই গোলাগুলির ঘটনা ঘটে। প্রতিদ্বন্দ্বী
‘টিল্লু গ্যাং’ হামলা চালায়। তারা আইনজীবীদের পোশাক পরা ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে,
ঘটনাস্থলেই গোগীর মৃত্যু হয়েছে।
দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা এনডিটিভিকে বলেন,
‘প্রতিদ্বন্দ্বী গ্রুপের দুজন আদালতে গোগীর ওপর হামলা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি
করে। এতে দুই হামলাকারী নিহত হয়।’
রাকেশ আস্থানা আরও বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে। এই ঘটনায় মোট তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই হামলাকারী ও শীর্ষ সন্ত্রাসী গোগী
রয়েছে।