ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

মারা গেলেন অভিনেত্রী অনন্যা

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ২৭, ২০২২

মারা গেলেন অভিনেত্রী অনন্যা

ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার (২৬ আগস্ট) সকালে বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

শুক্রবার (২৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে জানানো হয়েছে এই তথ্য।

টালিউডের এই অভিনেত্রীর ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। হাসপাতালে চিকিৎসাও চলছিল তার। কিন্তু শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর।

অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন অনন্যা। অনেক বছর ধরে ‘তিথির অতিথি’, গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গেছে এই অভিনেত্রীকে। এছাড়া ‘চারমূর্তি’ সিনেমায়ও দেখা গেছে তাকে। সেখানে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয় করেন। আর এই বছরের জুন মাসেই স্বামীকে হারান এই অভিনেত্রী।

অনন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালি ইন্ডাস্ট্রিতে। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমরা একই ধারাবাহিকে কাজ করেছিলাম। ওর ছেলের জন্য খুব খারাপ লাগছে।