ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ |

EN

বিএনপির ২৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ২৭, ২০২২

বিএনপির ২৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

ফাইল ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রলীগের মিছিলে হামলা করে মারধরের অভিযোগে বিএনপির আড়াইশ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সৌরভ বাদী হয়ে মামলা করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগের মিছিলে হামলার অভিযোগে বিএনপির নামে মামলা হয়েছে। মামলায় ৪১ জনের নাম উল্লেখ এবং প্রায় আড়াইশজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জানা গেছে, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার (২৬ আগস্ট) মিছিল বের করে বিএনপি। সকাল ১০টার দিকে ওই মিছিলে হামলা করে ছাত্রলীগ এমন অভিযোগ বিএনপির নেতাকর্মীদের।

বিএনপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগ এ হামলা করেছে। এ হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান, মহিলা দলের নেতা সেলিনা রিনা, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, যুবদল নেতা মাসুদ রানা, বিএনপি নেতা মামুন, আবুল মৃধা, মো. রনি, আজিম, বাবুল ব্যাপারী, কাউসার হোসেন, আবুল কালাম, তানভীর হাসান, রোকেয়া বেগমসহ বেশ কয়েকজনকে‌ বেদম‌ মারধর করা হয়।

তবে ছাত্রলীগ বলছে, বিএনপির মিছিল থেকে তাদের শোক-মিছিলে হামলা করা হয়। এতে ১০-১৫ জন আহত হয়েছেন। এ নিয়ে পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলা বিএনপি শ্রীনগর-দোহার বাইপাস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। এ সময় ছাত্রলীগ মিছিল করে ওই এলাকায় এসে পুলিশের উপস্থিতিতে বিএনপির মিছিলে হামলা করে মারধর শুরু করে। এ সময় আমিসহ উপজেলা বিএনপির অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হই। আহতদের মধ্যে ১৪ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত ২ জনকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স বলেন, বিএনপির লোকজন তাদের মিছিলে এসে ঝামেলা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা নেতা-কর্মীদের মারধর শুরু করে। এতে তিনিসহ উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন আহত হয়। আহত নেতা-কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।