ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ |

EN

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যমকর্মীদের মত বিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যমকর্মীদের মত বিনিময়
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

বুধবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, ডি ওয়ান মোঃ আজিজুর রহমান,  লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পাবেল, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, জাকির হোসেন ভুঁইয়া আজাদ, কাউসার আহম্মেদ, আঃ মালেক,বিএম সাগর, মামুনুর রশীদ, নিজাম উদ্দীন, মাহবুবুর রহমান ভুইঁয়া, হাবিবুর রহমান, হাবিবুর রহমান,  সহিদুল ইসলাম, নজরুল ইসলাম জয়, আফজাল হোসেন সবুজ, তৌহিদুর রহমান রেজা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন মুরাদ, আনিস কবির, জাহাঙ্গীর আলম লিটন, রবিউল ইসলাম খান, আলী হোসেন, মীর ফরাদ হোসেন সুমন, মামুনুর রশীদ, শাহাবুদ্দিন,  শাকের মোহাম্মদ রাসেল, সোহেল রানা, ড্যানী চৌধুরী, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন ভূইয়া দুলাল, নূর মোহাম্মদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

সভায় জেলায় সংগঠিত বিভিন্ন অপরাধ ও সমস্যা সাংবাদিকরা পুলিশ সুপারকে অবহিত করেন।

সড়কে চাঁদাবাজি, পাড়া মহল্লায় জুয়া, মাদক, ইভটিজিং, ব্ল্যাক মেইলিং, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। 

এসময় তিনি ধৈর্য সহকারে সাংবাদিকদের কথা শুনেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ সদ্য পদোন্নতি প্রাপ্ত ড. মোঃ কামরুজ্জামান পিপিএম (সেবার) স্থলাভিষিক্ত হন।