ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

শোক দিবসে পিকেএফএসসির আলোচনা সভা

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

শোক দিবসে পিকেএফএসসির আলোচনা সভা
লক্ষ্মীপুরের রায়পুরে বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ কতৃপক্ষ।

আয়োজিত অনুষ্ঠানে ৭৫'এর ১৫ই আগস্ট শহিদ হওয়া শেখ পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ নুরুল আমিন, বাংলা বিভাগের ইনচার্জ আলী হাসান, ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান ও মানবিক বিভাগের ইনচার্জ নাসরিন সুলতানা শ্যামলী প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, অধ্যক্ষ নুরুল আমিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের শ্রদ্ধা অবনত মস্তকে সম্মান প্রদশর্ন পূর্বক বঙ্গবন্ধুর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা,চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অনান্য বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।