ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

মরা গরুর মাংস বিক্রি করার অপরাধে দুই মাংস বিক্রেতাকে তিনমাসের কারাদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ১৩, ২০২২

মরা গরুর মাংস বিক্রি করার অপরাধে দুই মাংস  বিক্রেতাকে তিনমাসের কারাদন্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় মরা গরুর মাংস বিক্রি করার অপরাধে দুই মাংস বিক্রেতাকে তিনমাসের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদাল। 

মাংস বিক্রেতা মো. ইউনুছ আলী ও সাগর আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে । 

সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জালশুকা গ্রামের সুরুজ মিয়ার একটি যাড় গরু ল্যাম্পিং স্কিনে আক্রান্ত হয়ে মারা গেলে পরে ওই মৃত গরুকে জবাই করে মাংস বিক্রেতা মো. ইউনুছ আলী ও সাগর আলী প্রায় ২ লাখ টাকার মূল্যের গরু। 

স্থানীয়দের অভিযোগ এরা মাঝে মধ্যে সাটুরিয়া বাজারসহ বিভিন্ন হাট বাজারে মরা ও অসুস্থ্য গরুর মাংস বিক্রি করে থাকেন। 

মানিকগঞ্জের কসাই ইউনুছ আলী ও সাটুরিয়ার রাইল্যা গ্রামের সাগর আলী ওই মরা গরুর মাংস বাজারজাত করার জন্য একটি পিক্যাভ ভ্যানে নিয়ে আসার সময় চাঁচীতারা নামক স্থানে স্থানীয় মানুষ আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরা গরুর মাংসসহ দুই কসাইকে আটক করে থানায় নিয়ে আসে। 

এসময় কসাই সাগর আলী ও ইউনুছ আলী বলে , গরুটি মরেনি, গরুটি অসুস্থ্য ছিল। পরে গরুর মালিক জবাই করে আমাদের কাছে ২৭ হাজার টাকায় বিক্রি করে।

শনিবার বেলা ১২ টার সময় পুলিশ সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা খায়রুন্নাহারের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই কসাইকে মরা মাংম বিক্রি করার অপরাধে তিনমাসের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা করেন।

 এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক নিলুফার ইয়াসমিন ঝর্ণা। পরে ওই মরা গরুর মাংস মাটিতে পুতে ফেলা হয়।