ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

খুলনায় মৃদু ভূকম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২

খুলনায় মৃদু ভূকম্পন অনুভূত
খুলনার বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৫টা ৩০মিনিট থেকে ৩ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন। মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা ৩ সেকেন্ড স্থায়ী ছিল।

রিখটার স্কেলে এর মাত্রা কত ছিলো জানতে চাইলে আমিরুল আজাদ বলেন, সে তথ্য জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। ঢাকা থেকে এ তথ্য আমরা সংগ্রহ করব, তারপর জানাতে পারবো।