টাঙ্গাইলের ধনবাড়ীতে পেট্রোল-ডিজেল-কেরেসিনসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার বিকালে ধনবাড়ী বাসষ্ট্যান্ড চত্বরে তাঁরা এ সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা র্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় শুরুতেই সমাবেশে পুলিশি বাঁধা দেয়ার অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারীরা। পরবর্তীতে তাঁরা সমাবেশ করেছেন।
সমাবেশে বক্তব্য দেন, পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড আবিদ হোসেন, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মতি, ভুয়াপুরের সভাপতি আশরাফ আলী তালুকদার, ধনবাড়ী শাখাার সভাপতি আয়ূব আলী, সাধাণর সম্পাদক ইকবাল হোসেন জুপিটার প্রমূখ।
কেন্দ্রীয় সদস্য কমরেড আবিদ হোসেন বলেন, ‘সমাবেশের শুরুতেই ধনবাড়ী থানা পুলিশি বাঁধার মুখে পড়তে হয়। পরে কর্মসূচি পালন করা হয়েছে।’
উক্ত সমাবেশে বর্তমান সরকারের নানা সমালোচনা করেন তাঁরা।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘এ ধরনের কোন ঘটনা ঘটেনি। তবে তাদের মাইকের শব্দ কমাতে বলা হয়েছিল জেনেছি।’