টাঙ্গাইালের মধুপুরে ঈগল পরিবহনের এক নারী যাত্রীকে ধর্ষণ ও ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার জলছত্র গ্রামের মৃত বলায় পালের ছেলে নান্টু পাল (৫০) এর বিরুদ্ধে।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে নান্টু পালকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জলছত্র গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নান্টু পাল পেশায় মৃৎশিল্পী। তিনি মাটির জিনিস তৈরী করেন। পাশাপাশি বাড়ি হওয়ায় নান্টু পালের বাসায় ওই শিশু আসা যাওয়া করতো। বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু খেলার জন্য নান্টু পালের বাড়িতে যায়। ওইদিন নান্টু পালের বাড়িতে কেউ ছিলো না। এ সুযোগে নান্টু পাল দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ওই দুই শিশু কান্নাকাটি করলে নান্টু পাল তাদের ছেড়ে দেয়। পরবর্তীতে তারা বাড়িতে চলে আসে। এদিকে বাড়িতে গিয়ে এক শিশু তার নানীকে ঘটনার বিস্তারিত খুলে বলেন। পরবর্তীতে তারা থানা পুলিশকে জানালে পুলিশ মামলা করে আসামিকে গ্রেপ্তার করে। ওই দুই শিশুর বয়স ৫ ও ৬ বছর। পরিবারের লোকজন এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেন।
এ ঘটনায় মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার মধ্য রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়। একই সাথে ওই দুই শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলে কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ বলেন, অভিযুক্ত নান্টু পালকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।