পুলিশে ছাত্রলীগের নেতা-কর্মীদের চাকরির জন্য তদবিরের সুযোগ চেয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের নারী ব্যারাকের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশ লাইনসে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। ওই সভায় বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দা জোহরা আলাউদ্দিন এই দাবি তোলেন।
তিনি বলেন, বিএনপি ছাত্রদলের ৫ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছে। আমাদের ছাত্রলীগের যারা আছেন, তারা চাকরি পান না। এই ছেলেরা কি চাকরি পাওয়ার জন্য এতই অযোগ্য। এই ছেলেদের জন্য আমরা এমপি হয়েও অনুরোধ করার সুযোগ পাই না। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখত পরীক্ষায় পাস করার পর ভাইভায় যাতে আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছেলে-মেয়েরা কিছুটা হলেও চাকরি পাবে। আমার এই মিনতি, এই আরজি।