ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

মাদারীপুরে ১১ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

শিবচর উপজেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, জুলাই ২৭, ২০২২

মাদারীপুরে ১১ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস
রাজৈরে বিল বাঘিয়া ও আমগ্রাম বিলে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০০টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকা। সোমবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ১ম ধাপে রাজৈর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

পুনরায় বিকেলে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা ওই মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন। দিনব্যাপী মোবাইল কোর্টে জব্দকৃত অবৈধ জালসমূহ সন্ধ্যায় জেলা প্রশাসকের নেতৃত্বে উপস্থিত কয়েক’শ জনসাধারণের সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।