ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে সাহিত্যিক বুদ্ধদেব গুহ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, আগস্ট ৪, ২০২১

শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে সাহিত্যিক বুদ্ধদেব গুহ

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের সাহিত্যিক বুদ্ধদেহ গুহ। গত তিন দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছর বয়সি এই লেখক।

জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য রবিবার সন্ধ্যায় হাতপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আপাতত আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। 

এদিকে, শ্বাসকষ্ট ছাড়াও বুদ্ধদেব গুহর মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। তার শারীরিক দিকে নজর রাখতে চারজন চিকিৎসকের একটি দল গঠিত হয়েছে। তার করোনা পরীক্ষাও করা হয়েছে। তবে সেই রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে মাসে করোনা আক্রান্ত হন বুদ্ধদেব গুহ। তবে সেবার প্রথমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। কলকাতার একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। সেখানেই তার চিকিৎসা চলছিল। শ্বাসকষ্ট শুরু হলে বাধ্য হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করেন। এরপর টানা ৩৩ দিন হাসপাতালে চিকিৎসা চলে এই প্রবীণ সাহিত্যিকের। এরপর মে মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব গুহ।

সূত্র: হিন্দস্তান টাইমস।