ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

কোনো বাড়ি-গাড়ি নেই মমতার, জানালেন হলফনামায়

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

কোনো বাড়ি-গাড়ি নেই মমতার, জানালেন হলফনামায়

পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার (১০ সেপ্টেম্বর) তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন সঙ্গে হলফনামাও সেখানে নিজের যাবতীয় সম্পত্তি এবং আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেছেন মমতা

হলফনামা অনুযায়ী, গত আর্থিক বছরের তুলনায় আর্থিক বছরে তার পাঁচ লাখ রুপি আয় বেড়েছে। ২০১৯-২০ অর্থবছরে তৃণমূল প্রার্থীর আয় ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৮৪৫ টাকা

বর্তমানে মমতার ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩ লাখ ১১ হাজার ৫১২ টাকা তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লাখ ৩৮ হাজার ২৯ টাকা ওই সম্পত্তির মধ্যেই রয়েছে নয় গ্রাম ৭০০ মিলিগ্রাম স্বর্ণালংকার সব মিলিয়ে সম্পদ রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

এদিকে, হলফনামা অনুযায়ী, মমতা ব্যানার্জির নামে কোনো বাড়ি, গাড়ি, চাষযোগ্য জমি এবং পৈতৃক সম্পত্তি নেই। তার নামে কোনো বকেয়া কর বা ঋণও নেই

এর আগে ২০১৬ সালের বিধানসভা ভোটের আগের হলফনামা অনুসারে, মমতা ব্যানার্জির আয় ছিল লাখ ১৮ হাজার ৩০০ টাকা

সূত্র: আনন্দবাজার