ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

পদ্মা সেতু দেখতে জাজিরা প্রান্তে উৎসুক জনতার ভিড়

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, জুন ২৫, ২০২২

পদ্মা সেতু দেখতে জাজিরা প্রান্তে উৎসুক জনতার ভিড়
পদ্মা সেতু উদ্বোধনের পর সেতু দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তরুণ-তরুণীসহ সব বয়সী লোকজন সেতু দেখতে আসছেন। কেউ এসেছেন গাড়ি নিয়ে, কেউ অটোরিকশায়, কেউ বা বাইকে। অনেকেই আবার পায়ে হেঁটে জাজিরা প্রান্তে এসেছেন স্বপ্নের সেতু দেখতে। তবে উৎসুক এসব মানুষকে এখনই সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে কিছুটা অসন্তোষের কথাও জানিয়েছেন তারা।

শনিবার (২৫ জুন) বিকেল ৫টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল চত্বরে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয় আজ সকালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করেন। এরপর বিকেলে সেতু দেখতে ভিড় করেন আশপাশের মানুষ।

পদ্মা সেতু দেখতে আসা মো. সালাম ঢালি বলেন, ‘সেতু দেখতে আসলাম। কিন্তু সেতুর কাছে যেতেই দিচ্ছে না। আমরা দেখেছি, ওপারে (মাওয়া প্রান্তে) অনেকে সেতুতে উঠেছেন। কিন্তু এপারে খুব কড়াকড়ি।’

আরেক দর্শনার্থী সাইমন মিয়া বলেন, ‘আজই সেতুর উদ্বোধন করা হয়েছে। তাই দেখতে এলাম। সেতুটি কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু সেতুতে যাওয়ার কোনো সুযোগ নেই।’

কাছ থেকেই সেতু দেখার ইচ্ছে নিয়ে এসেছেন রানু বেগম। কিন্তু অন্যদের মতো তারও সেই ইচ্ছা পূরণ হয়নি। রানু বেগম বলেন, ‘বাড়ির কাছে সেতু। তাই প্রথম দিনই আসলাম দেখতে। ভেবেছিলাম সেতুর ওপরে যাওয়া যাবে। পায়ে হেঁটে এবং কাছাকাছি থেকে দেখা যাবে। কিন্তু এখানে এসে দেখছি, সেতুর আশপাশে ভিড়তে দিচ্ছে না পুলিশ ও সেনাবাহিনী।’