ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

সোনারগাঁওয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ১৫, ২০২২

সোনারগাঁওয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ
অষ্টম ধাপে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউপি নির্বাচনে মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের কয়েকটি বুথ যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকার খবর পেয়ে ভোট কেন্দ্রে যান সাংবাদিকরা।

এ সময় তাদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল ৯টায় মোগরাপাড়া ইউপি নির্বাচনে মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের ভোট কেন্দ্রে তিনটি বুথের ৩টি বন্ধ আছে সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে গেলে দায়িত্বরত উপপরিদর্শক আব্দুল বারেক সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেন।

এ সময় সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষক কার্ড থাকা সত্ত্বেও কেন কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া হচ্ছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন মোল্লা বলেন, সকাল ৯টার একটু পর ভোটারদের কাছ থেকে এই কেন্দ্রের ৩টি বুথই বন্ধ হয়ে যাওয়ার খবর পাই। তখন আমিসহ আরও কয়েকজন গণমাধ্যমকর্মী কেন্দ্রে প্রবেশ করতে গেলে এসআই আব্দুল বারেক অপেশাদার আচরণ করেন এবং প্রবেশ করতে বাধা দেন।    

উপপরিদর্শক আব্দুল বারেক নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় কর্মরত আছেন।

তিনি মোগরাপাড়া ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডের মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।