ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

সিলেট নির্বাচন: লাঙ্গল প্রার্থী আতিক ভোট দিতে পারেননি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১

সিলেট নির্বাচন: লাঙ্গল প্রার্থী আতিক ভোট দিতে পারেননি

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙ্গুলের চাপ সংক্রান্ত জটিলতার কারণে ভোট দিতে পারেননি তিনি।

 

তবে নির্বাচন কর্মকর্তারা দুই ঘন্টা পর তাকে আবারও ভোট দিতে কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন।

 

আতিকুর রহমান আতিক জানান, শনিবার সকাল ১০টার দিকে আতিক রেবতি রমন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান তিনি। এসময় তার আঙ্গুলের ছাপ না মিলায় ভোট দিতে পারেননি।

 

তবে আতিক ভোট দিতে না পারলেও নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

 

দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। আরেক স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসায় ভোট প্রদান করেন।

 

প্রসঙ্গত, এর আগে সকাল ৮ টায় সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়। শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।