ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

জনসাধারণের উপকার করাই যার নেশা তিনি হলেন ইউএনও শাজাহানপুর, বগুড়া!

বগুড়া প্রতিনিধি | আপডেট: রবিবার, মে ১৫, ২০২২

জনসাধারণের  উপকার করাই যার নেশা তিনি হলেন ইউএনও শাজাহানপুর, বগুড়া!
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন মাদলা ইউনিয়নে শেরকোল রাস্তায় চলমান বৃষ্টিতে পানি বের হওয়ার পথ মাটিকেটে বন্ধ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাৎক্ষনিক ভাবে নিজে দায়িতে থেকে বন্ধ করে রাখা পানি নিরসনের ব্যবস্থা করলেন আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাজাহানপুর, বগুড়া।

শনিবার (১৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা চলমান বিভিন্ন টিআর/কাবিটা/কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউনিয়নের শেরকোল এলাকার রাস্তায় বৃষ্টির পানি বন্ধ হওয়ার কারনে এলাকার জনসাধারণের চলাচলের দূরদর্শা দেখে নিজে দাড়িয়ে থেকে উপস্থিত স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষনিক ভাবে ভরাটকৃত মাটি সরিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন। জনসাধারণের কস্ট দুরীকরন ও জনসাধারণের উপকার করার প্রবণতা উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে দারুনভাবে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছেন। উপজেলা প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর নেন তারা কেমন আছেন কেও কোন কষ্টে আছেন কিনা। তাই অনেকের মুখে শোনা যায় বর্তমান ইউএনও নেশা গরীব, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষদের দুঃখ কষ্টে তাদের পার্শে দাঁড়ান।

এসময় সাথে ছিল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি সদস্য প্রমূখ।