ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

রূপগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি | আপডেট: শুক্রবার, এপ্রিল ২২, ২০২২

রূপগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শতাধিক কৃষক কৃষাণীর মধ্যে গতকাল ২১ এপ্রিল বৃহস্পতিবার ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডাই এমোনিয়াম সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা  ফেরদৌসী আলম নীলা, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিহা রঞ্জন রায়, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, কৃষক আতিকুর রহমান, মনির হোসেন ও কৃষাণী জাহানারা আক্তার প্রমুখ।পরে কৃষক কৃষাণীদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।